স্টারশিপ ইন্সপায়ারিং টেন
![]() |
আবেদন করতে ক্লিক করুন |
ব্যক্তিগত কৃতিত্ব বা কোনো উদ্যোগের মাধ্যমে সমাজ ও দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি হয়ে উঠেছেন অনুকরণীয় ও অনুপ্রেরণার উৎস—এমন স্বপ্নজয়ী সফল মানুষদের গল্প ছড়িয়ে দিতে এ আয়োজন। পাঠাতে পারেন নিজের অথবা পরিচিত এমন কারও তথ্য ও গল্প। জমা হওয়া প্রস্তাব থেকে বিচারকদের রায়ে নির্বাচিত হবে ‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন’।
https://remotebrightesttumor.com/sdhfdpjh?key=8576877520aa73cbc425b7db3cd5d7b0https://remotebrightesttumor.com/sdhfdpjh?key=8576877520aa73cbc425b7db3cd5d7b0
● পুরস্কার:
গোল্ড মেডেল ও ২ লাখ টাকা
(প্রত্যেকের জন্য)https://remotebrightesttumor.com/dubzyvqd?key=a2e0e4e262931c5743f5683d7e3c6f41https://remotebrightesttumor.com/dubzyvqd?key=a2e0e4e262931c5743f5683d7e3c6f41
- ১. শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি ও উদ্ভাবন, পরিবেশ, সামাজিক উদ্যোগ, সংস্কৃতি ও সৃজনশীলতা, উৎপাদন ও শিল্প এবং সেবা খাতসহ নানা ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি আনছেন ইতিবাচক পরিবর্তন—আবেদনকারী হতে পারেন এমন কেউ অথবা নমিনেট করতে পারেন পরিচিত কাউকে।
- ২. প্রস্তাবিত ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক এবং বয়স অনূর্ধ্ব–৩৫ হতে হবে।
- ৩. প্রস্তাব জমা দেওয়ার ফরমটি প্রয়োজনীয় তথ্য–উপাত্তসহ সঠিকভাবে পূরণ করতে হবে।
- ৪. প্রদত্ত তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে প্রস্তাবটি বাতিল বলে গণ্য হবে।
- ৫. জমা হওয়া প্রস্তাব থেকে বিচারকদের রায়ে নির্বাচিত হবে ‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন’।
- ৬. প্রস্তাবিত ব্যক্তির তথ্য ও গল্পের গোপনীয়তা রক্ষা করা হবে। এ ক্যাম্পেইন ছাড়া অন্য কোনো কাজে সেগুলো ব্যবহার করা হবে না।
- ৭. আয়োজনটির সার্বিক বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত।
- ৮. আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৫
Comments
Post a Comment